নবনিযুক্ত নির্বাচন কমিশন
◊ বাংলাদেশের নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার কে ? উ: অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব কাজী হাবিবুল আউয়াল [তিনি ১৩ তম প্রধান নির্বাচন কমিশনার। এ নির্বাচন কমিশনের অধীনে ১২ তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
◊ নির্বাচন কমিশন কত সদস্যবিশিষ্ট ? উ: ৫ সদস্য [প্রধান নির্বাচন কমিশনার ১ জন এবং ৪ জন নির্বাচন কমিশনার]।
◊ নবনিযুক্ত ৪ জন নির্বাচন কমিশনার কারা ? উ: ০১. অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা, ০২ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবীব খান, ০৩. সাবেক দুই সিনিয়র সচিব মো. আলমগীর এবং ০৪. সাবেক সিনিয়র সচিব আনিছুর রহমান।
◊ বর্তমান নির্বাচন কমিশনে নারী সদস্য কয় জন ? উ: ১ জন [বেগম রাশিদা সুলতানা]।
◊ বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদে নির্বাচন কমিশনারদের নিয়োগের বিষয়টি উল্লেখ আছে ? উ: ১১৮ (১) নং অনুচ্ছেদ।
◊ নির্বাচন কমিশন গঠন করেন কে ? উ: প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে রাষ্ট্রপতি।
◊ নির্বাচন কমিশন গঠন করেন প্রধান নির্বাচন কমিশনার ও অপর চার কমিশনারকে কে শপথ পড়ান ? উ: প্রধান বিচারপতি [বর্তমান প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী]।
◊ বাংলাদেশের প্রথম প্রধান নির্বাচন কমিশনার কে ? উ: বিচারপতি এম ইদ্রিস।
নিচের তথ্যগুলো এক নজর দেখে নিন
◊ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান মতে প্রধান নির্বাচন কমিশনারের নিয়োগের মেয়াদকাল কত ? উ: ৫ বছর।
◊ দেশের কোনো এলাকাতেই ভোটার হননি এমন ব্যক্তি সংসদ নির্বাচনে — ? উ: কোনো ক্রমেই প্রার্থী হতে পারবেন না।
◊ বাংলাদেশের প্রথম নারী নির্বাচন কমিশনার কে ? উ: বেগম কবিতা খানম।
◊ ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদে মোট কয়টি আসনে জয়লাভ করেছিল ? উ: ১৬৭ টি।
◊ বাংলাদেশে জাতীয় সংসদের আসন কয়টি ? উ: ৩৫০ টি।
◊ ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়রের নাম কি ? উ: মোহাম্মদ হানিফ।
◊ বাংলাদেশের প্রথম নির্বাচিত নারী মেয়র কে ? উ: সেলিনা হায়াৎ আইভি [নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন]।
◊ মাত্র একটি সংসদীয় আসন কোন জেলায় ? উ: রাঙামাটি।
◊ বাংলাদেশে ভোটারের সর্বনিম্ন বয়স কত হতে হবে ? উ: ১৮।
◊ বাংলাদেশের প্রথম সংসদ নির্বাচন কখন অনুষ্ঠিত হয় ? উ: ৭ মার্চ, ১৯৭৩।
◊ তত্ত্বাবধায়ক সরকারের অধীন বাংলাদেশে সর্বপ্রথম কখন নির্বাচন অনুষ্ঠিত হয় ? উ: ১৯৯১ সালে।
◊ বাংলাদেশে জাতীয় সংসদের একাদশ জাতীয় সংসদ নির্বাচন কবে অনুষ্ঠিত হয় ? উ: ৩০ ডিসেম্বর, ২০১৮।
◊ নির্বাচন কমিশন একটি ____ ? উ: সাংবিধানিক প্রতিষ্ঠান।
অনুশীলন
০১. বাংলাদেশের প্রথম নারী নির্বাচন কমিশনার কে ?
ক. ফারজানা বেগম খ. বেগম রাশিদা সুলতানা গ. বেগম কবিতা খানম ঘ. রাশেদা খানম উ: গ
০২. বাংলাদেশে বর্তমানে প্রধান নির্বাচন কমিশনার কে ?
ক. কে এম নুরুল হুদা খ. কাজী হাবিবুল আউয়াল গ. আহসান হাবীব খান ঘ. আনিসুর রহমান উ: খ
০৩. প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারদের শপথ পড়ান কে ?
ক. স্পিকার খ. প্রধানমন্ত্রী গ. রাষ্ট্রপতি ঘ. প্রধান বিচারপতি উ: ঘ
০৪. নির্বাচন কমিশনের মেয়াদকাল কত বছর ?
ক. ৩ বছর খ. ৪ বছর গ. ৫ বছর ঘ. ৬ বছর উ: গ
০৫. বাংলাদেশের প্রথম নির্বাচন কমিশনার কে ?
ক. বিচারপতি এম ইদ্রিস খ. হাসান ফয়েজ সিদ্দিকী গ. কে এম নুরুল হুদা ঘ. কাজী হাবিবুল আউয়াল উ: ক
সংকটের আবর্তে ঘূর্ণায়মান ইউক্রেন
◊ সম্প্রতি কোন দেশটিকে নিয়ে বিশ্ব রাজনীতি টালমাটাল ? উ: ইউক্রেন [রাশিয়া, ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের রাজনীতির শিকার]।
◊ রাশিয়ার সাথে ইউক্রেনের বিবাদ কী নিয়ে ? উ: ইউক্রেন মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটোতে যোগদানে আগ্রহী এবং ইউরোপীয় ইউনিয়নের সাথে মুক্ত বাণিজ্য এলাকার অর্থনৈতিক উৎপাদনের জন্য আবেদন করায় রাশিয়া ইউক্রেনের নিকট স্বল্প মূল্যে প্রাকৃতি গ্যাস রপ্তানি স্থগিত করে। এটিউ হচ্ছে রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্বের অন্যতম কারণ।
◊ ক্রিমিয়া কী ? উ: ক্রিমিয়া রাশিয়ার অন্তর্ভুক্ত একটি দ্বীপ [পূর্বে এটি ইউক্রেনের স্বায়ত্তশাসিত অঞ্চল ছিল। কৃষ্ণসাগরের উত্তর উপকূলের এ দ্বীপটি ২০১৪ সালে রাশিয়া দখল করে নেয়]।
◊ ডনবাস কী ? উ: ইউক্রেনে জাতিগত রুশ অধ্যুষিত একটি অঞ্চল।
◊ ২২ ফেব্রুয়ারি, ২০২২ রাশিয়া পূর্ব ইউক্রেনের কয়টি অঞ্চলকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয় ? উ: ২ টি [রুশ অধ্যুষিত পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক এবং লুহানস্ক]।
◊ রাশিয়া কবে ইউক্রেন আক্রমণ করে ? উ: ২৪ ফেব্রুয়ারি, ২০২২।
এক নজরে ইউক্রেন
◊ ইউক্রেন ইউরোপের কোন অঞ্চলে অবস্থিত ? উ: পূর্ব-ইউরোপ (ইউরোপের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র)।
◊ ইউক্রেন কত সালে স্বাধীনতা লাভ করে ? উ: ১৯৯১ সালে [সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে]।
◊ ইউক্রেনের সাথে সীমান্ত রয়েছে কয়টি দেশের ? উ: ৭ টি [পোল্যান্ড, স্লোভাকিয়া, হাঙ্গেরি, রোমানিয়া, মলদোভা, রাশিয়া ও বেলারুশ]।
◊ ইউক্রেনের দক্ষিণে কোন সাগর অবস্থিত ? উ: জাভা সাগর এবং আজভ সাগর।
◊ ইউক্রেনের রাজধানী ও বৃহত্তম শহর কোনটি ? উ: কিয়েভ।
◊ ইউক্রেনের প্রধান ভাষা কি ? উ: ইউক্রেনিয়ান।
◊ ইউক্রেনের মুদ্রার মান কি ? উ: রিভনিয়া।
◊ ইউক্রেনের পার্লামেন্টের নাম কি ? ভারখোভনা রাদা।
◊ ইউক্রেনের অর্থনীতি কিসের উপর নির্ভরশীল ? উ: কৃষি ও খনিজ সম্পদ।
◊ ইউক্রেনের বর্তমান প্রধানমন্ত্রী কে ? উ: ডেনিস শেমগাল।
◊ ইউক্রেনের বর্তমান রাষ্ট্রপতি কে ? উ: ভ্লাদিমির জেলেনস্কি।
◊ বর্তমান বিশ্বের কোন দেশটির প্রধান এক সময় টিভি’র কৌতুক অভিনেতা ছিলেন ? উ: ইউক্রেন [ভ্লাদিমির জেলেনস্কি]।
অনুশীলন
০১. রাশিয়া কবে ক্রিমিয়া দখল করে ?
ক. ২০১২ সালে খ. ২০১৪ সালে গ. ২০২০ সালে ঘ. ২০২২ সালে
ক. একটি সমুদ্র বন্দর খ. একটি বিমানঘাঁটি গ. রুশ অধ্যুষিত অঞ্চল ঘ. মার্কিন ঘাঁটি উ: গ
০৩. কিয়েভ কোন দেশের রাজধানী ?
ক. রাশিয়া খ. বেলারুশ গ. রোমানিয়া ঘ. ইউক্রেন উ: ঘ
০৪. রাশিয়া কবে ইউক্রেন আক্রমণ করে ?
ক. ২২ ফেব্রুয়ারি ২০২২ খ. ২৪ ফেব্রুয়ারি ২০২২ গ. ২০ জানুয়ারি ২০২২ ঘ. ১২ মার্চ ২০২২ উ: খ
০৫. রাশিয়া কবে পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক এবং লুহানস্ক – এর স্বাধীনতা ঘোষণা করে ?
ক. ২২ ফেব্রুয়ারি ২০২২ খ. ১২ ফেব্রুয়ারি ২০২২ গ. ২০ জানুয়ারি ২০২২ ঘ. ১২ মার্চ ২০২২ উ: ক
অ্যাঞ্জেলা মার্কেল যুগের অবসান
◊ জার্মানির প্রথম নারী চ্যান্সেলর কে ? উ: অ্যাঞ্জেলা মার্কেল
◊ অ্যাঞ্জেলা মার্কেল কত বছর জার্মানির চ্যান্সেলর ছিলেন ? উ: ১৬ বছর [২২ নভেম্বর, ২০০৫ প্রথমবারের মতো জার্মানির চ্যান্সেলর নির্বাচিত হন। ৮ ডিসেম্বর, ২০২১ জার্মানিতে মার্কেল যুগের অবসান হয়]
◊ অ্যাঞ্জেলা মার্কেলের রাজনৈতিক দলের নাম কি ? উ: ক্রিস্টিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন (সিডিইউ) [ ১৯৯৮ সালে অ্যাঞ্জেলা মার্কেল ‘(সিডিইউ)’র সাধারণ সম্পাদক নির্বাচিত হন এবং ১০ এপ্রিল ২০০০ সালে দলটির প্রধান নেতা হন। ৭ ডিসেম্বর, ২০১৮ সালে তিনি টানা ১৮ বছর দলকে নেতৃত্বদানের পর পদত্যাগ করেন]
◊ জার্মানির নবনির্বাচিত চ্যান্সেলর কে ? উ: ওলাফ শলজ [৮ ডিসেম্বর, ২০২১ তিনি চ্যান্সেলরের দায়িত্ব গ্রহণ করেন এর আগে তিনি জার্মানির উপ-চ্যান্সেলর ও অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তার রাজনৈতিক দলের নাম সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (এসপিডি)]।
◊ জার্মানির নতুন মন্ত্রিসভায় নারী-পুরুষের অনুপাত কত ? উ: ৫০:৫০।
◊ জার্মানির চ্যান্সেলরের মেয়াদ কত বছর ? উ: ৪ বছর।
এক নজরে জার্মানি
◊ বার্লিনের দেওয়াল কোন সালে নির্মিত হয়েছিল ? উ: ১৯৬১।
◊ আনুষ্ঠানিকভাবে দুই জার্মানি একত্রিত হয় ? উ: ৩ অক্টোবর, ১৯৯০।
◊ চ্যান্সেলর কোন দেশের প্রধানমন্ত্রীর সমমর্যাদার পদ ? উ: অস্ট্রিয়া ও জার্মানি।
◊ জার্মানির কোন রাজা ইংল্যান্ডের সিংহাসনে বসেন ? উ: প্রথম জর্জ।
◊ বার্লিনের দেওয়াল কোন সালে ভেঙ্গে ফেলা হয় ? উ: ১৯৮৯।
◊ পূর্ব জার্মানির অবলুপ্তি কবে ঘোষিত হয় কত সালে ? উ: ১৯৯০।
◊ পোপ ষোড়শ বেনেডিক্ট -এর জন্ম হয় কত সালে ? উ: জার্মানি।
◊ বিসমার্ক কে ছিলেন ? উ: জার্মানির চ্যান্সেলর।
◊ হিটলারের দলের নাম কি ছিল ? উ: জার্মান ফ্যাসীবাদ দল।
◊ Mein Kampf- কে বলা হয় —- ? উ: নাৎসীবা বাইবেল।
◊ হিটলার কোন দেশের একনায়ক ছিলেন ? উ: জার্মান।
◊ নাৎসিবাদ কোন দেশে প্রচলিত ছিল ? উ: জার্মানি।
◊ ফ্রাংকফুর্ট শহরটি যে জন্য বিখ্যাত ? উ: বইমেলা।
◊ লুফথানসা কোন দেশের বিমানসংস্থা ? উ: জার্মানি।
◊ জার্মানির প্রথম মহিলা চ্যান্সেলর কে ? উ: অ্যাঞ্জেলা মার্কেল।
◊ এডলফ হিটলার কোন দেশে জন্মগ্রহণ করেন ? উ: অস্ট্রিয়ায়।
◊ Mein Kampf- এর লেখক কে ? উ: এডলফ হিটলার।
অনুশীলন
০১. জার্মানির প্রথম নারী চ্যান্সেলর কে ?
ক. অ্যাঞ্জেলা মার্কেল খ. এলিনর অস্ট্রম গ. সানা ম্যারিন ঘ. গিলট্রাম জিউন উ: ক
০২. জার্মানির বর্তমান চ্যান্সেলর কে ?
ক. ওলাফ শল খ. অ্যাঞ্জেলা মার্কেল গ. বরিস জনসন ঘ. স্কট মরিসন উ: ক
০৩. অ্যাঞ্জেলা মার্কেল কত বছর জার্মানির চ্যান্সেলর ছিলেন ?
ক. ৮ বছর খ. ১২ বছর গ. ১৬ বছর ঘ. ২০ বছর উ: গ
জাতিসংঘে ১১ দেশের ভোটাধিকার বাতিল
◊ জাতিসংঘ সনদের কত নং অনুচ্ছেদে ভোটাধিকারের কথা বলা হয়েছে ? উ: ১৯ নং অনুচ্ছেদ।
◊ ১২ জানুয়ারি ২০২২ কয়টি দেশের ভোটাধিকার বাতিল করা হয়েছে ? উ: ১১ টি দেশের [দেশগুলো হলো- ইরান, সুদান, ভেনিজুয়েলা, এন্টিগুয়া অ্যান্ড বারমুডা, কঙ্গো, গিনি, পাপুয়া নিউগিনি , আফ্রিকান প্রজাতন্ত্র, কমোরোস, সাওটোম এন্ড প্রিন্সিপে ও সোমালিয়া। ঠিকঠাক চাঁদা প্রদান না করায় এ ভোটাধিকার বাতিল করা হয়।
◊ ইরান কবে তাদের নির্ধারিত চাঁদা প্রদান করে ভোটাধিকার ফেরত আনে ? উ: ২৩ জানুয়ারি, ২০২২।
এক নজরে জাতিসংঘ
◊ UNHCR এর সদর দপ্তর কোথায় ? উ: জেনেভা।
◊ জাতিসংঘের স্থায়ী সদস্য —– ? উ: ফ্রান্স, রাশিয়া, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, চীন।
◊ জাতিসংঘ কোন বছর প্রতিষ্ঠিত হয় ? উ: ১৯৪৫।
◊ ১৯৪৫ সালে প্রতিষ্ঠাকালীন সময়ে জাতিসংঘের মোট সদস্য সংখ্যা কত ছিল ? উ: ৫১ টি।
◊ Yalta Conference- এর একটি লক্ষ্য ছিল ? উ: জাতিসংঘ প্রতিষ্ঠিা।
◊ আটলান্টিক সনদে যুক্তরাষ্ট্র এবং ব্রিটিশদের পক্ষে স্বাক্ষর করেন কে কে ? উ: ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট ও উইনস্টোন চার্চিল।
◊ জাতিসংঘ সনদ স্বাক্ষর সম্মেলনে উপস্থিত না থেকেও কোন রাষ্ট্র প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে পরিগণিত হয় ? উ: পোলান্ড
কয়টি দেশ নিয়ে জাতিসংঘ যাত্রা শুরু করেছিল ? উ: ৫১ টি।
◊ ইয়াল্টা কনফারেন্স কবে অনুষ্ঠিত হয় ? উ: ১৯৪৫।
◊ জাতিসংঘ দিবস পালিত হয় —— ? উ: ২৪ অক্টোবর।
◊ ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালে জাতিসংঘের মহাসচিব কে ছিলেন ? উ: উ থান্ট ।
◊ জাতিসংঘের নবম মহাসচিব অ্যান্টিনিও গুতেরেস কত তারিখ থেকে 18 দায়িত্ব পালন করছেন ? উ: ১ জানুয়ারি, ২০১৭।
◊ জাতিসংঘের সদর দপ্তর কোথায় ? উ: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
◊ জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য রাষ্ট্র কত বছরের জন্য নির্বাচিত হয় ? উ: ২ বছর।
◊ জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সভাপতি সভাপতিত্ব করেন ? উ: ১ মাসের জন্য।
◊ জাতিসংঘের পতাকায় কোন দুটি রং আছে ? উ: নীল ও সাদা।
◊ জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম নারী সভাপতি কে ? উ: বিজয়া লক্ষ্মী পণ্ডিত।
◊ জাতিসংঘ সনদ কবে কার্যকর হয় ? উ: ১৯৪৫ সালে।
◊ LDC stands for ? উ: Least developed country.
◊ জাতিসংঘের কোন মহাসচিব বিমান দুর্ঘটনায় মৃত্যবরণ করেন ? উ: দ্যাগ হ্যামারশোল্ড।
◊ জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয় —- ? উ: সানফ্রান্সিসকোতে।
◊ জাতিসংঘের সবচেয়ে ক্ষুদ্র সদস্য রাষ্ট্র কোনটি ? উ: মোনাকো।
◊ জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক দেশ কোনটি ? উ: প্যালেস্টাইন।
◊ জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা কত ? উ: ১৯৩ টি।
◊ জাতিসংঘের ইউরোপীয় দপ্তর কোথায় অবস্থিত ? উ: জেনেভা।
◊ জাতিসংঘের উদ্দেশ্যে কি ? উ: আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা।
◊ জাতিসংঘ কোন তারিখ ‘ফিলিস্তিনি দিবস’ পালন করে ? উ: ২৯ নভেম্বর।
◊ জাতিসংঘের প্রথম ন্যায়পাল ? উ: প্যাট্রিসিয়া ডুৱাই।
◊ কোন আন্তর্জাতিক সংস্থার পতাকায় জলপাই গাছ দেখা যায় ? উ: জাতিসংঘ।
◊ প্রথম জাতিসংঘ উন্নয়ন দশকের মেয়াদকাল ছিল —- ? উ: ১৯৭১-১৯৮০।
◊ স্বল্পোন্নত দেশের তালিকা করে কোন সংগঠন ? উ: জাতিসংঘ।
◊ জাতিসংঘ মিয়ানমারের মুসলিম রোহিঙ্গাদের ওপর নির্যাতনকে কী নামে অভিহিত করেছে ? উ: জাতিগত নিধন।
◊ কফি আনান কোন দেশের নাগরিক ? উ: ঘানা।
◊ জাতিসংঘের অফিসিয়াল ভাষা কয়টি ? উ: ৬ টি।
◊ জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন ? উ: ট্রিগভেলি।
◊ জাতিসংঘের মুলমন্ত্র (Motto) হলো ? উ: এ পৃথিবী আপনার।
◊ জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা কত ? উ: ১৯৩ (সর্বশেষ সদস্য- দক্ষিন)।
◊ জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য কত ছিল ? উ: ৫১ টি।
◊ বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য ? উ: ১৩৬।
◊ বাংলাদেশ কোন সনে জাতিসংঘের সদস্যপদ লাভ করে ? উ: ১৭ সেপ্টেম্বর, ১৯৭৪।
◊ কোন দেশ পূর্বে জাতিসংঘের সদস্য ছিল , কিন্তু বর্তমানে নেই ? উ: তাইওয়া।
◊ জাতিসংঘের কততম অধিবেশনে বাংলাদেশ সদস্যপদ লাভ করে ? উ: ২৯ তম।
◊ জাতিসংঘ বিষয়ক আলোচনায় পি-৫ বলতে কি বুঝায় ? উ: নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য রাষ্ট্র।
◊ The International Court of justice is located in ? উ: Hague.
◊ কোন পরিষদের সুপারিশক্রমে জাতিসংঘে নতুন সদস্য গ্রহণ করা হয় ? উ: নিরাপত্তা পরিষদ।
◊ কফি আনান আফ্রিকা মহাদেশ থেকে নিয়োগকৃত জাতিসংঘের কততম মহাসচিব ? উ: দ্বিতীয়।
◊ জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রতিটি সদস্যরাষ্ট্র সর্বোচ্চ কত জন প্রতিনিধি পাঠাতে পারে ? উ: পাঁচজন।
◊ যে যুদ্ধের প্রেক্ষাপটে সাধারণ পরিষদে ‘Uniting for peace resolution’ গৃহিত হয়েছিল ? উ: কোরীয় যুদ্ধ।
◊ ১৯৬৫ সালের আগে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা কত ছিল ? উ: ১১ টি।
◊ সাধারণ পরিষদের নিয়মিত অধিবেশন শুরু হয় —– ? উ: সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার।
◊ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা কত ? উ: ১৫।
◊ জাতিসংঘের মহাসচিব কার সুপারিশে নির্বাচিত হন ? উ: নিরাপত্তা।
◊ আন্তর্জাতিক আদালতের বিচারকের সংখ্যা কত ? উ: ১৫ জন।
◊ জাতিসংঘের প্রশাসনিক কাজ করে কোন শাখা ? উ: জাতিসংঘ।
◊ সচিবালয় জাতিসংঘ মহাসচিবের মেয়াদকাল কত বছর ? উ: ৫ বছর।
◊ জাতিসংঘ মোট কয়টি অঙ্গ সংগঠন নিয়ে গঠিত ? উ: ৬ টি।
◊ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কত ? উ: ৫।
◊ আন্তর্জাতিক আদালতের সভাপতির মেয়াদকাল কত বছর ? উ: ৩ বছর।
◊ বাংলাদেশ জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয় —— ? উ: ১৯৮৬ সালে।
◊ জাতিসংঘ সাধারণ পরিষদে প্রথম বাংলাদেশী সভাপতি কে ? উ: হুমায়ুন রশীদ চৌধুরী।
◊ জাতিসংঘের Security Council -এর অস্থায়ী সদস্য নির্বাচিত হন ? উ: ২ বছরের জন্য।
◊ জাতিসংঘের মহাসচিব কুর্ট ওয়াল্ডহেইম কোন দেশের নাগরিক ছিলেন ? উ: অস্ট্রিয়া।
◊ জাতিসংঘের সাধারণ পরিষদের ৪১ তম অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন ? উ: হুমায়ুন রশীদ চৌধুরী।
◊ জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ লাভের বিরুদ্ধে ভেটো প্রদানকারী রাষ্ট্র —– ? উ: চীন।
◊ জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল কোন শহরে ? উ: লন্ডন।
◊ নিরাপত্তা পরিষদ -এর অস্থায়ী দেশ কতটি ? উ: ১০।
◊ বাংলাদেশ কত সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্যপদে নির্বাচিত হয়েছিল ? উ: ১৯৭৮ সালে।
◊ ১৯৬১ থেকে ১৯৭১ সাল পর্যন্ত জাতিসংঘের সেক্রেটারি জেনারেল কে ছিলেন ? উ: উ থান্ট।
◊ জাতিসংঘের প্রথম সেক্রেটারি জেনারেল ট্রিগভেলি কোন দেশের অধিবাসী ? উ: নরওয়ে।
◊ আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর কোন দেশে অবস্থিত ? উ: নেদারল্যান্ডসে।
◊ জাতিসংঘের সাধারণ পরিষদ কত সালে মানবাধিকারের ঘোষণা দেয় ? উ: ১৯৪৮।
◊ জাতিসংঘের নির্বাহী সংস্থা কোনটি ? উ: General Assembly.
◊ জাতিসংঘের কততম সাধারণ অধিবেশনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলায় ভাষণ দিয়েছিলেন উ: ২৯ তম (২৫ সেপ্টেম্বর, ১৯৭৪)।
সাম্প্রতিক মার্কিন যুক্তরাষ্ট্র
◊ কুখ্যাত ‘গুয়ানতানামো বে’ কারাগারটি কোথায় অবস্থিত ? উ: যুক্তরাষ্ট্রে [সম্প্রতি এ কারাগারটি নির্মাণের ২০ বছর পূর্তি হয়। ২০০২ সালে এটি জর্জ ওয়াকার বুশের নির্দেশে কারাগারটি নির্মিত হয়।]।
◊ যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো ধাতব মুদ্রায় স্থান পাওয়া কৃষ্ণাঙ্গ নারী কে ? উ: প্রয়াত কৃষ্ণাঙ্গ নারী কবি ও অধিকারকর্মী মায়া অ্যাঞ্জেলু।
◊ সম্প্রতি যুক্তরাষ্ট্র মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে আফ্রিকার কয়টি দেশের শুল্কমুক্ত সুবিধা বাতিল করে ? উ: ৩ টি [দেশগুলো হলো- ইথিওপিয়া, মালি ও গিনি।]
◊ ২০২০ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয় ? উ: ৫৯ তম।
◊ যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট কে ? উ: জো বাইডেন [৪৬ তম]।
◊ যুক্তরাষ্ট্রে বর্তমান ক্ষমতাসীন দল কোনটি ? উ: ডেমোক্রেটিভ পার্টি।
◊ যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট কে ? উ: জো বাইডেন [৭৮ বছর]।
◊ যুক্তরাষ্ট্রের বর্তমান ভাইস প্রেসিডেন্ট কে ? উ: কমলা হ্যারিস [তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট। তিনি তার মায়ের দিক থেকে ভারতীয় বংশোদ্ভূত।]।
◊ মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান পররাষ্ট্রমন্ত্রীর নাম কি ? উ: অ্যান্টনি ব্লিংকেন।
◊ সম্প্রতি কার হত্যাকাণ্ডের জের ধরে যুক্তরাষ্ট্রে Black Live Matter আন্দোলন হয় ? উ: জর্জ ফ্লয়েড।
◊ মার্কিন ইতিহাসে দুইবার অভিশংসিত একমাত্র প্রেসিডেন্ট কে ? উ: ডোনাল্ড ট্রাম্প।
◊ যুক্তরাষ্ট্র কবে চীনের টেলিকম খাতের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান চায়না টেলিকমের লাইসেন্স বাতিল করে ? উ: ২৬ অক্টোবর, ২০২১।
◊ জো বাইডেন প্রশাসন সম্প্রতি কোন দেশে অস্ত্র বিক্রির অনুমোদন দেয় ? উ: সৌদি আরব।
◊ যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কোন নারী প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন ? উ: কমলা হ্যারিস [১৯ নভেম্বর, ২০২১ মাত্র ৮৫ মিনিটের জন্য তিনি প্রেসিডেন্ট এর দায়িত্ব পালন করেন]।
◊ সম্প্রতি ২৭ সেপ্টেম্বর , ২০২১ যুক্তরাষ্ট্র কোন হাইপারসনিক ক্ষেপণাস্ত্রেও পরীক্ষা চালায় ? উ: মাক -৫ ২০ অক্টোবর, ২০২১।
◊ সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কী নামে সামাজিক নেটওয়ার্ক আনার ঘোষণা দেন ? উ: ট্রুথ সোশ্যাল।
◊ চীনের গোয়েন্দা তৎপরতা ঠেকাতে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্তা সংস্থা (সিআইএ) নতুন কোন শাখা খোলেছে ? উ: চীনা মিশন সেন্টার।
◊ জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে যুক্তরাষ্ট্র কবে ফিরেছে ? উ: ১৪ অক্টোবর, ২০২১ [২০১৮ সালে বের হয়েছিল]
◊ যুক্তরাষ্ট্র সম্প্রতি কোন দেশটিকে সন্ত্রাসবাদের তালিকা থেকে মুক্তি দেয় ? উ: সুদান
◊ যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে উম্মুক্ত আকাশ চুক্তি থেকে কবে বের হয়ে যায় ? উ: ২২ নভেম্বর, ২০২০
◊ প্যারিস জলবায়ু চুক্তিতে যুক্তরাষ্ট্রের ফিরে আসা কবে কার্যকর হয় ? উ: ১৯ ফেব্রুয়ারি ২০২১
◊ বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা কবে ক্যাপিটল ভবনে হামলা চালায় ? উ: ৬ জানুয়ারি ২০২১
◊ মার্কিন কংগ্রেস ভবনের নাম কী ? উ: ক্যাপিটল ভবন যুক্তরাষ্ট্রের প্রথম আদিবাসী স্বরাষ্ট্রমন্ত্রী কে ? উ: ডেব হাল্যান্ড
◊ সম্প্রতি কোন দেশে ‘জাস্টিস ফর রাইট’ আন্দোলন হয় ? উ: যুক্তরাষ্ট্র
◊ যুক্তরাষ্ট্র সম্প্রতি যে দেশটির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ? উ: কিউবা।
◊ যুক্তরাষ্ট্র সম্প্রতি যে দেশটির সাথে সামরিক চুক্তি পূর্ণমাত্রায় নবায়ন করেছে ? উ: ফিলিপাইন।
◊ ১৬ জুন, ২০২১ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কোথায় বৈঠক করেন ? উ: সুইজারল্যান্ডের জেনেভায়।
মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য
◊ ‘Black Live Matter’ কি ? উ: বর্ণবাদ বিরোধী আন্দোলন।
◊ যুক্তরাষ্ট্রের সিনেটের মোট আসন সংখ্যা কতটি ? উ: ১০০।
◊ কিউবায় ক্ষেপণাস্ত্র সঙ্কটের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কে ছিলেন ? উ: জন এফ কেনেডি।
◊ প্রথম ‘রিউইয়র্ক পিস সোসাইটি’র প্রতিষ্ঠাতা কে ? উ: ডেভিড ল ডজ।
◊ যুক্তরাষ্ট্র কার কাছ থেকে আলাস্কা অঙ্গরাজ্যটি ক্রয় করে ? উ: রাশিয়া।
◊ মার্কিন যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট ১২ বছর ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন ? উ: ফ্রাঙ্কলিন রুজভেল্ট।
◊ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে হলে নূন্যতম কত ইলেক্টোরাল ভোটের প্রয়োজন ? উ: ২৭০।
◊ যুক্তরাষ্ট্রের কোন স্টেট -এ নির্বাচকমণ্ডলীর ভোটের (Electoral vote) সংখ্যা বেশি ? উ: ক্যালিফোর্নিয়া।
◊ যুক্তরাষ্ট্রে কৃতদাস প্রথা বিলোপকারী প্রেসিডেন্টের নাম উ: আব্রাহাম লিংকন।
◊ মার্কিন যুক্তরাষ্ট্রকে ‘স্টাচু অব লিবার্টি’ উপহার দেয় যে রাষ্ট্র ? উ: ফ্রান্স।
◊ এশিয়ায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতির মূল ভিত্তি কি ? উ: ‘আসিয়ান’ জোটকে সমর্থন করা।
◊ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেয়ার পর প্রথম যে নির্বাহী আদেশে স্বাক্ষর করেন ? উ: ওবামা কেয়ার বাতিল।
◊ এয়ারফোর্স ওয়ান কি ? উ: আমেরিকার রাষ্ট্রপতির বিমান।
◊ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন ? উ: জর্জ ওয়াশিংটন।
◊ মার্কিন যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট ১২ বছর ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন ? উ: ফ্রাঙ্কলিন রুজভেল্ট।
◊ হোয়াইট হাউসে বসবাসকারী প্রথম মার্কিন প্রেসিডেন্ট — ? উ: জন এডামস।
◊ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মেয়াদকাল কত ? উ: ৪ বছর।
◊ যুক্তরাষ্ট্রে কত সালে দাসপ্রথা বিলুপ্ত হয় ? উ: ১৮৬৩।
◊ ওয়াল স্ট্রিট কিসের জন্য বিখ্যাত ? উ: শেয়ারব্যবসা।
◊ যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্নকক্ষের নাম কি ? উ: হাউস অব রিপ্রেজেন্টেটিভ।
◊ আমেরিকার স্বাধীনতা ঘোষণা করা হয় কোন সালে ? উ: ১৭৭৬।
◊ যুক্তরাষ্ট্রের স্বাধীনতা সংগ্রামের নায়ক কে ? উ: জর্জ ওয়াশিংটন।
◊ যুক্তরাষ্ট্রে নারীরা সর্বপ্রথম নারীরা ভোটাধিকার লাভ করেন ? উ: ১৯২০ সালে।
◊ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকা অবস্থায় কে প্রথম বাংলাদেশ সফর করেন ? উ: বিল ক্লিনটন।
◊ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার বাবা কোন দেশের নাগরিক ছিলেন ? উ: কেনিয়া।
◊ কোন মার্কিন প্রেসিডেন্ট কখনো হোয়াইট হাউজে বসবাস করেননি ? উ: জর্জ ওয়াশিংটন।
◊ যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যের সংখ্যা কত ? উ: ৫০ টি & ব্রডওয়ে অবস্থিত ? উ: নিউইয়র্কে।
◊ ব্রিটেনের বণিক সম্প্রদায় যুক্তরাষ্ট্রের কতটি অঙ্গরাজ্যে উপনিবেশ গড়ে তুলেছিলেন ? উ: ১৩ টি।
◊ যুক্তরাষ্ট্র ইউনিয়নে কোন স্টেট সর্বশেষ যোগ দেয় ? উ: হাওয়াই।
◊ কোন মার্কিন প্রেসিডেন্ট ওয়াটারগেট কেলেংকারীর সাথে জড়িত ছিলেন ? উ: রিচার্ড নিক্সন।
◊ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রটির উদ্ভাবক কোন দেশ ? উ: যুক্তরাষ্ট্র।
◊ যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্যে ইউরোপীয় নাগরিকরা প্রথম বসতি স্থাপন করে ? উ: মেরিল্যান্ড।
◊ যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের সদর দফতর অবস্থিত ? উ: পেন্টাগন।
◊ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কার্যালয়কে বলা হয় —- ? উ: ওভাল অফিস।
◊ আমেরিকার প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা পররাষ্ট্রমন্ত্রীর নাম কি ? উ: কন্ডোলিজা রাইস।
◊ যুক্তরাষ্ট্রের সংবিধান রচিত হয় কত সালে ? উ: ১৭৮৯।
◊ হিলারি ক্লিনটন আমেরিকার কোন নির্বাচনী এলাকা থেকে সিনেটর নির্বাচিত হয়েছিলেন ? উ: নিউইয়র্ক।
◊ মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকায় কয়টি রেখা (Strife) আছে ? উ: ১৩ টি।
◊ আমেরিকার রাজধানীর নাম কি ? উ: ওয়াশিংটন ডিসি।
◊ নিউইয়র্কের টুইন টাওয়ারের ধ্বংসস্তুপ অঞ্চলটি এখন কি নামে পরিচিত ? উ: গ্রাউন্ড জিরো।
◊ ক্রিস্টফার কলম্বাস কোন সালে আমেরিকা আবিষ্কার করেন ? উ: ১৪৯২।
◊ মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস ? উ: ৪ জুলাই।
◊ মার্ক টোয়েন কোন দেশের লোক ছিলেন ? উ: মার্কিন যুক্তরাষ্ট্র।
◊ যুক্তরাষ্ট্রে কোন তারিখ থেকে অর্থবৎসর শুরু হয় ? উ: ১ অক্টোবর।
◊ যুক্তরাষ্ট্রের ইলেক্ট্রোরাল ভোটের সংখ্যা ? উ: ৫৩৮।
◊ যুক্তরাষ্ট্রের যে অঙ্গরাজ্যটি বর্তমানে স্বাধীনতা চায় ? উ: ক্যালিফোর্নিয়া।
◊ ‘আই হ্যাভ এ ড্রিম’ শীর্ষক বক্তৃতাটি কার ? উ: মার্টিন লুথার কিং।
◊ আমেরিকা কার কাছ স্বাধীনতা লাভ করে ? উ: ব্রিটেন।
◊ মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষের নাম কী ? উ: সিনেট।
◊ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর ‘পেন্টাগন’ কোথায় অবস্থিত ? উ: ভার্জিনিয়া।
◊ মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন বিখ্যাত হয়েছিলেন কেন ? উ: ১৪ দফা ঘোষণা।
◊ What is the symbol of US Republic Party ? উ: Elephant.
◊ How many electoral vote are needed to be the president of USA ? উ: 270.
◊ মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম ? উ: কংগ্রেস।
◊ ‘হোয়াইট হাউস’ কোথায় অবস্থিত ? উ: যুক্তরাষ্ট্রে।
◊ ‘ওয়াল স্ট্রিট’ কোথায় ? উ: নিউইয়র্কে।
◊ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে বলা হয় ? উ: Secretary of State.
◊ NASDAQ কোন দেশের পুঁজিবাজারের সাথে সম্পর্কিত ? উ: যুক্তরাষ্ট্র।
◊ মার্কিন রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন ? উ: ইলেকটোরাল কলেজের মাধ্যমে।
◊ যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্যটি ফ্রান্সের নিকট থেকে ক্রয় করা ? উ: লুসিয়ানা।